ফিরোজাবাদ, ১১ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের ফিরোজাবাদে চেয়ারে মিলল স্ত্রীর দেহ। টুন্ডলা থানার অন্তর্গত এলাকার বাসই গ্রামে শনিবার এক মহিলার দেহ সন্দেহজনক অবস্থায় চেয়ারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। মৃতার গলায় দাগ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে , দুই বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তিনি। ঘটনার পর মৃতার বাপের বাড়ির পক্ষ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে।
এক পুলিশ আধিকারিক জানান , মৃতার নাম সপ্না (৩০), স্বামী সোনু কুশওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেন।
মৃতার ভাই সঞ্জয় সিং জানান, তাঁর বোন বিশেষ সম্প্রদায়ভুক্ত ছিলেন এবং দুই বছর আগে প্রেম করে সোনু কুশওয়াকে বিয়ে করেছিলেন। সেই থেকেই পরিবারে অশান্তি চলছিল। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যা না খুন—দুই দিক থেকেই তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য