মেলাঘর (ত্রিপুরা), ১১ অক্টোবর (হি.স.) : মেলাঘর থানার অন্তর্গত পূর্ব নলচর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড থেকে এক নাবালিকাকে অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের দশ দিন পরও মেয়েটিকে উদ্ধার করতে না পারায় পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
পরিবারের অভিযোগ, দুর্গা পূজার বিজয়া দশমীর দিনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়। নিখোঁজ মেয়েটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছরের মধ্যে। শিশুটির বাবা জানান, “সেই দিন থেকে আমরা আমাদের মেয়েকে দেখিনি বা তার কোনো খোঁজ পাইনি। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনও কোনও হদিস নেই।”
অভিযোগে তিনি নলচরের ওএনজিসি এলাকার বাসিন্দা সুজিত দেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছেন। পরিবার জানিয়েছে, অভিযোগ দায়েরের পর পুলিশ চার দিনের মধ্যে মেয়েটিকে উদ্ধারের আশ্বাস দিলেও, বাস্তবে কোনও পদক্ষেপ দেখা যায়নি।
শনিবার আবারও থানায় গিয়ে শিশুটির বাবা প্রশাসনের কাছে আবেদন জানান, যাতে দ্রুত তদন্ত করে তাঁর মেয়েকে নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এলাকাবাসীরা পুলিশের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ করে নাবালিকাটির দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। তারা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে মেয়েটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনা যায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ