ত্রিপুরায় তৃণমূলের কোনও ভিত্তি নেই, মন্তব্য বিজেপি মুখপাত্রের
আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই বলে দাবি করলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সুব্রত চক্রবর্তী জা
বিজেপির সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই বলে দাবি করলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সুব্রত চক্রবর্তী জানান, সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের কয়েকজন নেতা ত্রিপুরায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। তবে তাদের সেই চক্রান্ত এবং অভিসন্ধি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ত্রিপুরাকে জাতীয় পরিসরে বদনাম করা। তবে রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে, তাই তৃণমূল ত্রিপুরায় কোনোদিনই জমি পাবে না বলে দাবি করেন বিজেপির মুখ্য মুখপাত্র।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে রাজ্যে যেভাবে উন্নয়নের ধারা এগিয়ে চলেছে, তাতে বিরোধীদের মিথ্যা প্রচার ও রাজনৈতিক অপপ্রয়াসে জনগণ বিভ্রান্ত হবে না।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande