প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে ত্রিপুরায় বিশেষ অনুষ্ঠান
আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শনিবার শুরু হয়েছে একাধিক কৃষি উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন। রাজধানী আগরতলার এডি নগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা


আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শনিবার শুরু হয়েছে একাধিক কৃষি উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন। রাজধানী আগরতলার এডি নগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, কৃষি দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও নির্বাচিত কৃষকরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রায় ৪২ হাজার কোটি টাকার পিএম ধনধান্য কৃষি যোজনা এবং ডালে আত্মনির্ভরতা মিশন প্রকল্প উদ্বোধন করেন। পাশাপাশি ১,১০০-এরও বেশি কৃষি পরিকাঠামো ফান্ড, প্রাণীসম্পদ, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, “আজকের দিনটি দেশের কৃষকদের জন্য এক ঐতিহাসিক দিন। পূর্ববর্তী সরকারগুলি কৃষকদের নিয়ে ভাবলেও, বাস্তবায়নের ক্ষেত্রে সফল হতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের কল্যাণে যে সব প্রকল্প গ্রহণ করেছেন, তা তাঁদের উন্নয়নের নতুন দিশা দেখাচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর স্বপ্ন—২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণ। সেই লক্ষ্য অর্জনে দেশের কৃষকরাই অন্যতম কারিগর।” মুখ্যমন্ত্রী জিএসটি সংস্কারের কথাও উল্লেখ করে বলেন, এর ফলে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই উপকৃত হচ্ছেন।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা নির্বাচিত কৃষকদের হাতে উন্নতমানের কৃষিবীজ ও সার তুলে দেন। রাজ্যের কৃষক সমাজের উন্নয়নে রাজ্য সরকার যে প্রধানমন্ত্রী ঘোষিত নীতিগুলি দ্রুত বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ, তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande