নন্দননগর বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী উধাও
আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : আগরতলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ফের চোরের দাপট। শুক্রবার গভীর রাতে চোরের দল নন্দননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হানা দিয়ে নগদ প্রায় ৪০ হাজার টাকা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। ঘটনাটি প্রকাশ্যে আসত
নন্দননগর স্কুলে চুরি


আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : আগরতলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ফের চোরের দাপট। শুক্রবার গভীর রাতে চোরের দল নন্দননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হানা দিয়ে নগদ প্রায় ৪০ হাজার টাকা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শনিবার সকালে স্কুল খুলতেই দেখা যায় অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ভিতরে ঢুকে দেখা যায় আলমারি তছনছ করা হয়েছে। বিদ্যালয়ের সঞ্চিত নগদ অর্থ, কিছু ইলেকট্রনিক সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উধাও। তাঁর আশঙ্কা, চোরের দল পূর্ব পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে।

ইতিমধ্যেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুষ্কৃতীদের শনাক্ত করতে সমস্যায় পড়ছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি আগরতলা শহরের একাধিক স্কুলে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। তাঁরা পুলিশের কাছে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। অন্যদিকে, এই ঘটনার পর বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন অভিভাবক মহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande