নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অপারেশন ব্লু স্টারের জন্য নির্দোষ বলা যাবে না। বলেছেন যে, শিখদের পবিত্র স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন ইন্দিরা। শিখ সম্প্রদায় তাকে কখনই ক্ষমা করবে না।
মন্ত্রী সিরসা বলেন যে পি. চিদাম্বরমের মতো বরিষ্ঠ কংগ্রেস নেতারা যখন স্বীকার করেন যে অপারেশন ব্লু স্টার ভুল উপায় ছিল, তখন এটি কংগ্রেসের ঐতিহাসিক ভুলকেই প্রকাশ করে। এটি শিখ সম্প্রদায়কে গভীরভাবে আঘাত করেছিল। তিনি বলেন, ইন্দিরা গান্ধীকে পি. চিদাম্বরমের নির্দোষ প্রমাণের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
মন্ত্রী সিরসা এও বলেন যে, শিখদের পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দিরকে অপবিত্র করার নির্দেশ দেওয়ার নৈতিক ও সাংবিধানিক দায় সেই সময়ের রাজনৈতিক নেতৃত্বের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ