নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন যে আফগানিস্তান শান্তি চায়। কিন্তু তার সীমান্ত এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনও আপস করবে না। কাতার এবং সৌদি আরবের মধ্যস্থতায় আফগান পক্ষ বর্তমানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু পাকিস্তান যদি শান্তিতে রাজি না হয়, তাহলে আফগানিস্তানের কাছে অন্যান্য বিকল্পও আছে।
আফগানিস্তানের বিদেশমন্ত্রী মুত্তাকি রবিবার আফগান দূতাবাসে সাংবাদিক সম্মেলন করেন। মুত্তাকি স্পষ্ট করে বলেন যে পাকিস্তানে চলমান সংঘাত পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, এবং এর জন্য আফগানিস্তানকে দোষারোপ করা অন্যায্য। তিনি চার ঘন্টার সীমিত পাল্টা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন যে আফগান সেনাবাহিনী তার লক্ষ্য অর্জন করেছে এবং কোনও বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি। কাতার এবং সৌদি আরবের অনুরোধে যুদ্ধ বন্ধ করা হয়েছে।
মুত্তাকি বলেন যে আফগানিস্তান তার সীমান্ত এবং জাতীয় নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব বহন করে। যেকোনও হুমকির ক্ষেত্রে, জনগণ এবং সরকার দেশকে রক্ষা করার জন্য একত্রিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ