নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): রবিবার দিল্লিতে আফগান দূতাবাসে একটি সাংবাদিক সম্মেলন করলেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। এদিনের সাংবাদিক বৈঠকে তিনি শুক্রবারের সাংবাদিক সম্মেলন থেকে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ার বিতর্ক নিয়ে বার্তা দেন। তিনি বলেন যে, এই সিদ্ধান্তটি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার কোনও কারণে নয়, বরং তাড়াহুড়ো করে তথ্য প্রদান এবং অংশগ্রহণকারীদের সীমিত তালিকার কারণে হয়েছিল।
মুত্তাকি রবিবার দিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন। সেখানে এদিন মহিলা সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তিনি বলেন যে, এটি একটি প্রযুক্তিগত বিষয় ছিল এবং আয়োজকরা শুধুমাত্র কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি আরও স্পষ্ট করে বলেন যে এতে কোনও বৈষম্যর বিষয় ছিল না।
নারী অধিকার সম্পর্কিত আরেকটি প্রশ্নের জবাবে মুত্তাকি বলেন যে তালিবান সরকার নারী শিক্ষাকে ধর্মীয়ভাবে হারাম ঘোষণা করেনি। তিনি বলেন যে আফগানিস্তানে বর্তমানে ১ কোটি পড়ুয়া শিক্ষাগ্রহণ করছে, যার মধ্যে প্রায় ২৮ লক্ষ নারী রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার মেলেনি। ছয় দিনের সফরে বৃহস্পতিবার ভারতে এসেছেন মুত্তাকি। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। সেখানে মহিলা সাংবাদিকদের উপস্থিত থাকতে দেখা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে, মহিলাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। সেই নিয়ে প্রতিক্রিয়া জানায় এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া এবং ভারতীয় মহিলা প্রেস কোর (আইডব্লিউপিসি)। তারা এই ঘটনাকে ‘লিঙ্গ বৈষম্য’ বলে উল্লেখ করেছে। এই নিয়ে আফগানিস্তানের দূতাবাসের সঙ্গে বিদেশ মন্ত্রককে কথা বলার আর্জিও জানিয়েছে আইডব্লিউপিসি। এই ঘটনায় সুর চড়ায় কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তারপরেই রবিবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আফগান দূতাবাসে। রবিবারের সেই সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ