লখনউয়ে গণধর্ষণের ঘটনায় সরকারকে নিশানা মায়াবতীর
লখনউ, ১২ অক্টোবর (হি.স.): ফের উত্তর প্রদেশে গণধর্ষণের অভিযোগ। এক দলিত নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওই ছাত্রীর এক বন্ধুকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত পাঁচ জনের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার জানিয়েছে
মায়াবতী


লখনউ, ১২ অক্টোবর (হি.স.): ফের উত্তর প্রদেশে গণধর্ষণের অভিযোগ। এক দলিত নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওই ছাত্রীর এক বন্ধুকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত পাঁচ জনের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার জানিয়েছে পুলিশ।

লখনউয়ের বানথারার গণধর্ষণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) জাতীয় সভাপতি মায়াবতী। তিনি সরকারকে এই ঘটনার তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রবিবার বিএসপি প্রধান মায়াবতী জানান, লখনউয়ের বানথারা এলাকায় এক কিশোরীর গণধর্ষণের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। উত্তর প্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে ধর্ষণ ও হত্যার পাশাপাশি নারীদের হয়রানির ঘটনাও অব্যাহত রয়েছে। এটি প্রতিরোধ করতে সরকারের জরুরিভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। নারীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পুলিশ সূত্রে খবর, শনিবার এই গণধর্ষণের ঘটনা ঘটে সেখানকার বানথারা এলাকায়। ১৭ বছর বয়সি ওই ছাত্রী একাদশ শ্রেণির পড়ুয়া। শনিবার দুপুর ১২টা নাগাদ, এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বেড়িয়েছিল সে। এক বন্ধুর মোটরসাইকেলে করে যাচ্ছিল ওই ছাত্রী। বানথারা এলাকার একটি পেট্রল পাম্পের কাছে ওই মেয়েটি তার বন্ধুর সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছিল। সেই সময়েই পাঁচ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের কাছে আসে। তারা ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে। ওই বন্ধু এলাকা থেকে পালিয়ে যায়। এর পর তারা ওই দলিত ছাত্রীকে ধর্ষণ করে বলেও অভিযোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande