হিমাচল প্রদেশে ১৮ অক্টোবর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা
শিমলা, ১২ অক্টোবর (হি. স.) : হিমাচল প্রদেশে রবিবার সকাল রৌদ্রকরোজ্জ্বল দিন। শিমলা, কুফরি, মানালি ও ধর্মশালার মতো পাহাড়ি অঞ্চলে আবহাওয়া স্বস্তিদায়ক আছে। লাহৌল-স্পীতি জেলার কেলং শহরে রবিবার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা –২.২ ডিগ্রি সেলসিয়াস।
হিমাচল প্রদেশে ১৮ অক্টোবর পর্যন্ত নেই বর্ষার সম্ভাবনা


শিমলা, ১২ অক্টোবর (হি. স.) : হিমাচল প্রদেশে রবিবার সকাল রৌদ্রকরোজ্জ্বল দিন। শিমলা, কুফরি, মানালি ও ধর্মশালার মতো পাহাড়ি অঞ্চলে আবহাওয়া স্বস্তিদায়ক আছে। লাহৌল-স্পীতি জেলার কেলং শহরে রবিবার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা –২.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জনজাতিগত এলাকায় কুকুমসেরিতে ২.১, রিকাংপিওতে ৭.৭ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

রবিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। শিমলা আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ অক্টোবর পর্যন্ত পুরো হিমাচল প্রদেশে আবহাওয়া পরিষ্কার থাকবে। দিনে সর্বাধিক তাপমাত্রা কিছুটা বাড়বে, যদিও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande