তালিবান বিদেশমন্ত্রীর দ্বিতীয়বারের সাংবাদিক বৈঠকে প্রবেশাধিকার মহিলাদেরও
নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): তাঁর ভারত সফর ঘিরে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। সেই তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির আগ্রা সফর আচমকাই বাতিল হয়ে গেল। তার পরিবর্তে রবিবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করবেন মুত্তাকি। ''ড্যামেজ কন্ট্রোল''
তালিবান বিদেশমন্ত্রীর দ্বিতীয়বারের সাংবাদিক বৈঠকে প্রবেশাধিকার মহিলাদেরও


নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): তাঁর ভারত সফর ঘিরে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। সেই তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির আগ্রা সফর আচমকাই বাতিল হয়ে গেল। তার পরিবর্তে রবিবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করবেন মুত্তাকি। 'ড্যামেজ কন্ট্রোল' করতে এবার সেখানে মহিলা সাংবাদিকদেরও প্রবেশাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে। শুক্রবার মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার মেলেনি। সেই নিয়ে প্রবল বিতর্ক দানা বেঁধেছে। এই ঘটনায় সুর চড়ায় কংগ্রেস-সহ বিরোধী দলগুলি।

রবিবার তাজমহল-সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার কথা ছিল মুত্তাকির। কিন্তু সফরের কয়েকঘণ্টা আগেই সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। কেন আচমকা মুত্তাকির আগ্রা সফর বাতিল হল, সেই নিয়ে স্পষ্টভাবে কোনও পক্ষের তরফে কিছু জানানো হয়নি।

আগ্রা সফর বাতিল হওয়ার পরই তড়িঘড়ি একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রবিবারের সেই সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর।

ছয় দিনের সফরে বৃহস্পতিবার ভারতে এসেছেন মুত্তাকি। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। সেখানে মহিলা সাংবাদিকদের উপস্থিত থাকতে দেখা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে, মহিলাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। সেই নিয়ে প্রতিক্রিয়া জানায় এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া এবং ভারতীয় মহিলা প্রেস কোর (আইডব্লিউপিসি)। তারা এই ঘটনাকে ‘লিঙ্গ বৈষম্য’ বলে উল্লেখ করেছে। এই নিয়ে আফগানিস্তানের দূতাবাসের সঙ্গে বিদেশ মন্ত্রককে কথা বলার আর্জিও জানিয়েছে আইডব্লিউপিসি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande