নাগরাকাটা, ১২ অক্টোবর (হি.স.): জাতীয় সড়কে দু'টি দাঁতালের তুমুল লড়াই। তা দেখতে একের পর এক দাঁড়িয়ে পড়ে পর্যটকদের গাড়ি। লড়াইয়ের দৃশ্য ক্যামেরা বন্দি করতে থাকেন তাঁরা। তার জেরে যানজট এলাকায়। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ডায়না ব্রিজ সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
জানা গেছে, রবিবার সকালে জাতীয় সড়কের পাশে এসে দাঁড়িয়ে পড়ে একটি হাতির দল। সেই দলে শাবক-সহ রয়েছে সংখ্যায় প্রায় কুড়ির বেশি হাতি। আচমকা সেই দলেরই দু'টি দাঁতাল হাতি নিজেদের মধ্যে লড়াই শুরু করে। যা দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে একের পর গাড়ি, তৈরি হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডায়না রেঞ্জের বনকর্মীরা। ঘিরে রাখে এলাকা। দীর্ঘ প্রচেষ্টার পর হাতির দলটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়। হাতির দলটির উপর নজর রেখেছেন বনকর্মীরা।
উল্লেখ্য, উত্তরবঙ্গে ঘটে যাওয়া দুর্যোগে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির নাগরাগাটা। প্লাবিত প্রায় গোটা গ্রাম। ভেসেছে বনাঞ্চলও। গরুমারা ডায়না এলাকাতেও জল ঢোকে। তার জেরেই অনেক বন্যপ্রাণীরা নিরাপদ জায়গার খোঁজে বসতি এলাকায় চলে আসছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ