হোটেল দুর্নীতি মামলায় লালুদের বিরুদ্ধে চার্জ গঠন, নির্দোষ দাবি আরজেডি প্রধানের
নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): বিহারে ভোটের আগে অস্বস্তি বাড়ল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত সোমবার আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, আরজে
হোটেল দুর্নীতি মামলায় লালুদের বিরুদ্ধে চার্জ গঠন, নির্দোষ দাবি আরজেডি প্রধানের


নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): বিহারে ভোটের আগে অস্বস্তি বাড়ল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত সোমবার আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং অন্যান্যদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। এই মামলাটি রাঁচি এবং পুরীর দু'টি আইআরসিটিসি হোটেলের টেন্ডারে দুর্নীতির সঙ্গে সম্পর্কিত।

সোমবার সকালেই আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেন লালু, তাঁর স্ত্রী ও অন্যান্যরা। আদালত বিভিন্ন ধারায় লালুদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। তবে সব অভিযুক্তের বিরুদ্ধেই অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। লালু প্রসাদ যাদব দাবি করেন, তিনি দোষী নন। বলেন, তিনি বিচারের মুখোমুখি হবেন। রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে প্রতারণা এবং ষড়যন্ত্রের দায়ে চার্জ গঠন করা হয়েছে। তাঁরাও বলেন, বিচারের মুখোমুখি হবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande