কাফ সিরাপ খেয়ে মৃত্যুর তদন্তে ইডি, চেন্নাইয়ে ৭ জায়গায় তল্লাশি
চেন্নাই, ১৩ অক্টোবর (হি.স.): বিতর্কিত কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারক সংস্থা স্রেসান ফার্মাসিউটিক্যাল্‌স-এর যোগসূত্র ধরে এ বার তামিলনাড়ুর একাধিক জায়গায় অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে
কাফ সিরাপ খেয়ে মৃত্যুর তদন্তে ইডি, চেন্নাইয়ে ৭ জায়গায় তল্লাশি


চেন্নাই, ১৩ অক্টোবর (হি.স.): বিতর্কিত কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারক সংস্থা স্রেসান ফার্মাসিউটিক্যাল্‌স-এর যোগসূত্র ধরে এ বার তামিলনাড়ুর একাধিক জায়গায় অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে চেন্নাইয়ের অন্তত সাতটি জায়গায় হানা দিয়েছে ইডি। চলছে তল্লাশি অভিযান।

উল্লেখ্য, সম্প্রতি বিতর্কিত এই কাশির সিরাপ খেয়ে মধ্যপ্রদেশে ২০টি শিশুর মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানেও একই ওষুধ খেয়ে বেশ কয়েক জন শিশুর অসুস্থ হয়ে পড়ার কথা শোনা যায়। স্রেসান ফার্মা নামে যে সংস্থা ওই কাশির সিরাপ তৈরি করেছিল, দিন চারেক আগেই তার মালিক জি রঙ্গনাথনকে গ্রেফতার করে পুলিশ। এবার কাশির সিরাপ কাণ্ডে নয়ছয়ের অভিযোগে তদন্তে নামল ইডি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande