প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ কানাডার বিদেশমন্ত্রীর
নয়াদিল্লি , ১৩ অক্টোবর (হি.স.): কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ সোমবার দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি-র তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী স্বাগত জানান বিদেশমন্
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ কানাডার বিদেশমন্ত্রীর


নয়াদিল্লি , ১৩ অক্টোবর (হি.স.): কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ সোমবার দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী স্বাগত জানান বিদেশমন্ত্রী আনন্দকে এবং বলেন যে, তাঁর এই সফর ভারত-কানাডা দ্বিপাক্ষিক অংশীদারিত্বে নতুন গতি সঞ্চারের চলতি প্রয়াসে অবদান রাখবে।

প্রধানমন্ত্রীর এবছরের জুন মাসে জি-৭ শিখর সম্মেলনে তাঁর কানাডা সফরের উল্লেখ করেন যেখানে তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে অত্যন্ত ফলপ্রসু বৈঠক করেছিলেন।

বাণিজ্য, শক্তি, প্রযুক্তি, কৃষি এবং মানুষে-মানুষে সম্পর্কে দুই দেশের মধ্যে বর্ধিত সহযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে এবং বলেন, তিনি তাঁদের আসন্ন বৈঠকের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande