জৈব জ্বালানিতে বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত ভারত : নীতিন গড়করি
পুদুচেরি,, ১৩ অক্টোবর (হি.স.): জৈব জ্বালানিতে বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত ভারত। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি সোমবার পুদুচেরিতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থা
নীতিন গড়করি


পুদুচেরি,, ১৩ অক্টোবর (হি.স.): জৈব জ্বালানিতে বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত ভারত। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি সোমবার পুদুচেরিতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এই অনুষ্ঠানে মন্ত্রী গড়করি বলেন, দেশে বৈদ্যুতিক যানবাহন শিল্প ২০১৪ সালে ১৪ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ২২ লক্ষ কোটি টাকা হয়েছে।

গড়করি এদিন এক হাজার ৫৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩২ নম্বর জাতীয় সড়কের ৩৮ কিলোমিটার দীর্ঘ চার লেনের পুদুচেরি-পুন্দিয়ানকুপ্পম সেকশন জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। তিনি ৪৩৬ কোটি টাকা ব্যয়ে ৩২ নম্বর জাতীয় সড়কের ইন্দিরা গান্ধী স্কোয়ার এবং রাজীব গান্ধী স্কোয়ারের মধ্যে একটি চার কিলোমিটার উচ্চতর করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এছাড়াও, ২৫ কোটি টাকা বিনিয়োগে ইস্ট কোস্ট রোডের ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande