নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার রাষ্ট্রপতি ভবনে লাদাখের একদল মহিলা এবং প্রবীণদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি জানান, এই দলটি জাতীয় সংহতি সফরের অংশ হিসাবে রাষ্ট্রপতি ভবন পরিদর্শন করেছে। মহিলা ও প্রবীণদের সঙ্গে রাষ্ট্রপতি কথাও বলেছেন। সবার সঙ্গে গ্রুপ ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্টও করা হয়।
উল্লেখ্য, বেশ কিছু দিন আগে হিংসাত্নক ঘটনায় অশান্ত হয়ে উঠেছিল লাদাখ। ধীরে ধীরে সেখানে শান্তি ফিরছে। এই আবহে রাষ্ট্রপতির সঙ্গে লাদাখের মহিলা ও প্রবীণদের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা