দেশকে ডাল ও তিল ক্ষেত্রে আত্মনির্ভর করে তুলতে কৃষকদের উৎপাদন বাড়াতে হবে : অমিত শাহ
জয়পুর, ১৩ অক্টোবর (হি.স.): দেশকে ডাল ও তিল ক্ষেত্রে আত্মনির্ভর করে তুলতে কৃষকদের উৎপাদন বাড়াতে হবে। রাজস্থানের জয়পুর থেকে কৃষকদের উদ্দেশ্যে এই আহ্বান রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ সোমবার
অমিত শাহ


জয়পুর, ১৩ অক্টোবর (হি.স.): দেশকে ডাল ও তিল ক্ষেত্রে আত্মনির্ভর করে তুলতে কৃষকদের উৎপাদন বাড়াতে হবে। রাজস্থানের জয়পুর থেকে কৃষকদের উদ্দেশ্যে এই আহ্বান রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ সোমবার রাজস্থানের জয়পুরে ৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের গ্রাউন্ড ব্রেকিং উদ্বোধন করেছেন। তিনটি নতুন অপরাধী আইনের ওপর রাজ্যস্তরের একটি প্রদর্শনী ও রাজস্থান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই উপলক্ষ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন-সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, এই অনুষ্ঠান উন্নয়ন এবং ন্যায়ের মধ্যে সমন্বয় সৃষ্টি করেছে। তিনি বলেন, আজ এখানে দেশের ন্যায় প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা এবং সংবিধান প্রদত্ত অধিকার সম্পর্কে দেশের জনগণকে সহজে বোঝানোর এক প্রদর্শনী শুরু হয়েছে। রাজস্থানে উন্নয়নে গতি আনতে রাইজিং রাজস্থান ৩৫ লক্ষ কোটি টাকার যে মউ স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে ৩ লক্ষ কোটি টাকার মউ-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

শাহ বলেন, অপরাধী বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের এই প্রদর্শনী অবশ্যই দেখা উচিত। এই প্রদর্শনীর মাধ্যমে মানুষ জানতে পারবেন ১৬০ বছরের পুরনো আইন সমাপ্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি নতুন আইন এনেছেন। এগুলি সম্পূর্ণভাবে চালু হলে কোনও এফআইআর দায়ের হলে তিন বছরের মধ্যেই ন্যায়বিচার মিলবে। শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদী জীবনযাত্রার সরলীকরণ করতে দেশে নানা রকম পরিবর্তন এনেছেন। পাশাপাশি, বিচার প্রক্রিয়ার সরলীকরণও করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, তিনটি নতুন আইনের সাহায্যে আমাদের বিচার প্রক্রিয়া দণ্ড দেওয়ার বদলে ন্যায় প্রদানের প্রেরণা নিয়ে কাজ করবে। মোদী বলেন, নতুন এই বিচার প্রক্রিয়ায় মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের জন্য আলাদা অধ্যায় যুক্ত করা হয়েছে। তিনি বলেন, রাজস্থানে এতদিন বিচারদানের হার ছিল ৪২ শতাংশ। নতুন এই আইন আসার পর এক বছরেই তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেন, নতুন এই অপরাধ আইনে সন্ত্রাসবাদ, গণপিটুনি সংগঠিত ও ডিজিটাল অপরাধের ব্যাখ্যা প্রথমবার করা হয়েছে। তিনি বলেন, এই আইনে সব মিলিয়ে ২৯টির বেশি স্থানে সময়সীমা স্থির করে দেওয়া হয়েছে। অমিত শাহ আরও বলেন, ৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান হয়েছে। এরফলে রাজস্থানে বিভিন্ন প্রকল্প যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, মোদী সরকার স্থির করেছে যে, কৃষক এনএএফইডি এবং এনসিসিএফ-এ নথিভুক্ত করবেন, তাঁদের উৎপাদিত ১০০ শতাংশ অড়হর, মুসুড় ও তুর ডাল ন্যূনতম সমর্থন মূল্যে ক্রয় করা হবে। দেশকে ডাল ও তিল ক্ষেত্রে আত্মনির্ভর করে তোলার দায়িত্ব আমাদের অন্নদাতাদের। তিনি বলেন, দেশকে ডাল ও তিল ক্ষেত্রে আত্মনির্ভর করে তুলতে কৃষকদের তাঁদের উৎপাদন বাড়াতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande