কুয়েরেটারো, ১৩ অক্টোবর (হি.স.): জোড়া ক্রান্তীয় ঝড় প্রিসিলা এবং রেমন্ডের দাপটে প্রবল বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত মেক্সিকোর একটা বড় অংশ। সপ্তাহান্তের প্রবল বৃষ্টিতে সে দেশের অন্তত পাঁচটি প্রদেশের ১৩৯টি শহর এখন কার্যত জলের তলায়। বন্যা এবং বৃষ্টিজনিত দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৪৪ জনের। বন্যাদুর্গতদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। বিভিন্ন শহরে কোমর সমান জল। বহু মানুষের বাড়ি কাদামাটি ঢুকে নষ্ট হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবোম এক্স হ্যান্ডলে লিখেছেন, ভেরাক্রুজ, হিডালগো, পুয়েবলা, কুয়েরেটারো এবং সান লুই পোটোসি-তে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার প্রাদেশিক গভর্নরদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জাতীয় আপৎকালীন কমিটি ২৪ ঘণ্টা দুর্গতদের সেবায় নিয়োজিত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সরকারের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ