৭ ইজরায়েলি যুদ্ধবন্দিকে মুক্তি হামাসের
জেরুজালেম, ১৩ অক্টোবর (হি.স.): দীর্ঘ অপেক্ষা শেষে চুক্তি অনুযায়ী, ইজরায়েলি যুদ্ধবন্দিদের কয়েকজনকে মুক্তি দিল হামাস। দু’বছর ধরে চলা ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের অবসানের পর এ বার শুরু শান্তি চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন। সোমবার হামাস জঙ্গি গোষ
২ বছরের অপেক্ষার পর স্বস্তি, ৭ ইজরায়েলি যুদ্ধবন্দিকে মুক্তি হামাসের


জেরুজালেম, ১৩ অক্টোবর (হি.স.): দীর্ঘ অপেক্ষা শেষে চুক্তি অনুযায়ী, ইজরায়েলি যুদ্ধবন্দিদের কয়েকজনকে মুক্তি দিল হামাস। দু’বছর ধরে চলা ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের অবসানের পর এ বার শুরু শান্তি চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন।

সোমবার হামাস জঙ্গি গোষ্ঠী শান্তি চুক্তির অংশ হিসেবে সাত ইজরায়েলি যুদ্ধবন্দিকে রেড ক্রসের হেফাজতে ছেড়ে দিয়েছে। এই সাতজনের মধ্যে রয়েছেন গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালন ওহেল, ওমরি মিরান, এইতান মোর এবং গাই গিলবোয়া-দালাল। তাঁদের বর্তমান অবস্থা সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য এখনও মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande