(আপডেট) প্রথম দফায় ৭ জনকে মুক্তি হামাসের, ঘরে ফিরছেন ইজরায়েলি পণবন্দিরা
জেরুজালেম, ১৩ অক্টোবর (হি.স.) : দীর্ঘ অপেক্ষা শেষে চুক্তি অনুযায়ী, ইজরায়েলি যুদ্ধবন্দিদের কয়েকজনকে মুক্তি দিল হামাস। দু’বছর ধরে চলা ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের অবসানের পর এ বার শুরু শান্তি চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন। প্রথম দফায় ৭ ইজরায়েলি প
(আপডেট) প্রথম দফায় ৭ জনকে মুক্তি হামাসের, ঘরে ফিরছেন ইজরায়েলি পণবন্দিরা


জেরুজালেম, ১৩ অক্টোবর (হি.স.) : দীর্ঘ অপেক্ষা শেষে চুক্তি অনুযায়ী, ইজরায়েলি যুদ্ধবন্দিদের কয়েকজনকে মুক্তি দিল হামাস। দু’বছর ধরে চলা ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের অবসানের পর এ বার শুরু শান্তি চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন। প্রথম দফায় ৭ ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিল হামাস। দু’বছরের বন্দিদশা কাটিয়ে অবশেষে নিজেদের দেশে ফিরলেন তাঁরা।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে গাজায় শান্তি চুক্তির প্রথম ধাপে রাজি হয়েছে ইজরায়েল ও হামাস । সেই চুক্তি অনুসারেই শুরু হল বন্দি বিনিময়।

জানা গিয়েছে, সোমবার সকালে ৭ জন পণবন্দিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেড ক্রস’-এর হাতে তুলে দিয়েছে হামাস। সেখান থেকে ইজরায়েলের সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে তাঁদের। এই সাতজনের মধ্যে রয়েছেন ইতান মোর, গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরিস্ট, ওমরি মিরান, গাই গিলবোয়া দালাল ও অ্যালন আহেল। এদিকে, চুক্তির অংশ হিসেবে ১৯০০ জনেরও বেশি জেলবন্দি প্যালেস্তিনীয়কে মুক্তি দেওয়ার কথা তেল আভিভ সরকারের।

ইজরায়েল দাবি করেছিল, গাজায় এখনও ৪৮ জন পণবন্দি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। সেই মতো এদিন সকালে মোট ২০ জন জীবিত ইজরায়েলি পণবন্দির তালিকা প্রকাশ করেছিল হামাস। তার মধ্যে থেকে মুক্তি পেলেন ৭ জন। এবার ধাপে ধাপে মুক্তি পাবেন বাকি ১৩ জন পণবন্দি। যদিও মুক্তি পাওয়া পণবন্দিদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

তবে পণবন্দিদের মুক্তিতে খুশির হাওয়া গোটা ইজরায়েলজুড়ে। সে দেশের জাতীয় পতাকা নিয়ে তেল আভিভে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। দক্ষিণ ইজরায়েলের রেইম সামরিক ঘাঁটির বাইরে উড়ছে হেলিকপ্টার। এই হেলিকপ্টারে চাপিয়েই বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হবে পণবন্দিদের। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী পণবন্দিদের জন্য হাতে লেখা নোট এবং উপহার প্রস্তুত করেছেন। নোটটিতে লেখা রয়েছে, ‘ইজরায়েলের সকল জনগণের পক্ষ থেকে, আপনাদের স্বাগতম! আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম।’ পাশাপাশি জীবিত পণবন্দিদের ফিরিয়ে আনার পাশাপাশি এদিন দুপুরে মৃত পণবন্দিদের দেহও ফিরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে ইজরায়েলের সরকার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande