পাটনা, ১৩ অক্টোবর (হি.স.): বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনের জন্য সোমবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গেই শুরু হয়েছে ২০টি জেলার ১২২টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ অক্টোবর। ২১ অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর। এই পর্বে ভোট নেওয়া হবে ১১ নভেম্বর।
বিহারে এবার দুই দফায় ভোট। ২৪৩-সদস্যের বিহার বিধানসভা নির্বাচনের উভয় দফায় ভোট গণনা ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিধানসভা নির্বাচনে মোট ৭.৪২ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দ্বিতীয় দফায় পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, সীতামারহি, শেওহর, মধুবনি, সুপল, আরারিয়া, কিষাণগঞ্জ, পূর্ণিয়া এবং কাটিহার জেলায় ভোটগ্রহণ হবে। এছাড়াও, ভাগলপুর, বাঙ্কা, জামুই, নওয়াদা, গয়া, ঔরঙ্গাবাদ, জেহানাবাদ, আরওয়াল, কাইমুর এবং রোহতাস জেলাতেও ভোট হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা