বিশাখাপত্তনমে চালু গুগল এআই হাব, আনন্দিত প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি,, ১৪ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে চালু হল গুগল এআই হাব। এজন্য আনন্দিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, অন্ধ্রপ্রদেশের প্রগতিশীল শহর বিশাখাপত্তনমে গুগল এআই হাব চালু হতে পেরে আনন
বিশাখাপত্তনমে চালু গুগল এআই হাব, আনন্দিত প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি,, ১৪ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে চালু হল গুগল এআই হাব। এজন্য আনন্দিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, অন্ধ্রপ্রদেশের প্রগতিশীল শহর বিশাখাপত্তনমে গুগল এআই হাব চালু হতে পেরে আনন্দিত। গিগাওয়াট-স্কেল ডেটা সেন্টার অবকাঠামো-সহ এই বহুমুখী বিনিয়োগ, আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রযুক্তির গণতন্ত্রীকরণে একটি শক্তিশালী ভীত হবে। এটি সকলের জন্য এআই নিশ্চিত করবে, আমাদের নাগরিকদের কাছে অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করবে, আমাদের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করবে এবং বিশ্বব্যাপী প্রযুক্তি নেতৃত্ব হিসেবে ভারতের স্থান নিশ্চিত করবে!

গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই বলেন, বিশাখাপত্তনমে প্রথমবারের মতো গুগল এআই হাবের পরিকল্পনা ভাগ করে নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়া এআই-এর সঙ্গে কথা বলতে পেরে আমরা আনন্দিত, এটি একটি যুগান্তকারী উন্নয়ন। এই হাবটি গিগাওয়াট-স্কেল কম্পিউট ক্ষমতা, একটি নতুন আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বৃহৎ আকারের শক্তি অবকাঠামোকে একত্রিত করে। এর মাধ্যমে আমরা ভারতের উদ্যোগ এবং ব্যবহারকারীদের কাছে আমাদের শিল্প-নেতৃস্থানীয় প্রযুক্তি পৌঁছে দেব, এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করব এবং দেশজুড়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande