জয়সলমের, ১৪ অক্টোবর (হি.স.): রাজস্থানের জয়সলমেরে আগুন লাগল চলন্ত একটি বাসে। বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা চিৎকার শুরু করেন। জানা গেছে এই দুর্ঘটনায় তিন শিশু সহ ১৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক বাস দুর্ঘটনার পর এক দমকল আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় ১০ থেকে ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় যাত্রীদের মুখ, হাত ও পা মারাত্মকভাবে পুড়ে গেছে। অনেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা