পাটনা, ১৪ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন লোকগীতি ও ভক্তিমূলক গায়িকা মৈথিলী ঠাকুর। মঙ্গলবার বিহারের রাজধানী পাটনায় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন মৈথিলী।
এদিনের সাংবাদিক বৈঠকে বিরোধীদের কটাক্ষ করে দিলীপ জয়সওয়াল বলেন, বিরোধীরা হতাশাগ্রস্ত। তারা মিডিয়ার সামনে কিছু না কিছু বলার চেষ্টা করছে। ভোটাররা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ সরকার গঠনের জন্য তাদের মনস্থির করেছে। আরজেডি-কংগ্রেসের ৬ ডজনেরও বেশি বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। সামনের দিনে দেখুন কী কী হয়। বিরোধীরা সর্বত্র ভেঙে পড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা