গুরুগ্রাম, ১৪ অক্টোবর (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা রয়েছে ভারত সরকারের। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার হরিয়ানার মানেসরে ন্যাশনাল সিকিউরিটি গার্ড-এর ৪১-তম প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, দেশে সংগঠিত অপরাধ ও সন্ত্রাসবাদ দমনে এনএসজি অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড উত্তর প্রদেশের অযোধ্যায় একটি হাব স্থাপন করবে। অমিত শাহ বলেন, মুম্বই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, আহমেদাবাদ এবং জম্মু টাস্ক ফোর্সে ইতিমধ্যেই ছয়টি এনএসজি হাব স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে অমিত শাহ স্পেশাল অপারেশনস ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা সন্ত্রাসবাদ মোকাবিলায় উন্নত প্রশিক্ষণ প্রদান করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা