নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিহারে বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ৭১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
দলের কেন্দ্রীয় নির্বাচন সমিতির অনুমোদনক্রমে যে তালিকা ঘোষণা হয়েছে, তাতে রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রীর নাম আছে। সম্রাট চৌধুরি তারাপুর থেকে এবং বিজয় কুমার সিংহ লক্ষ্মীসরাই থেকে প্রার্থী হয়েছেন। বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকে প্রার্থী করা হয়েছে সিওয়ান কেন্দ্র থেকে। তিনি আগে বিধান পরিষদের সদস্য ছিলেন। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ লড়ছেন কাটিহার থেকে৷
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ