নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): দিল্লির হায়দরাবাদ হাউসে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনার মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠককালে উভয় পক্ষ মানবিক সহায়তা, মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী স্থান পুনরুদ্ধার, অভিবাসন, ভূতত্ত্ব ও খনিজ সম্পদে সহযোগিতা, সমবায়ের প্রচার এবং ডিজিটাল সমাধান ভাগাভাগি করার জন্য সমঝোতা চুক্তি বিনিময় করেছে। এই উপলক্ষে, উভয় নেতা যৌথভাবে ভারত ও মঙ্গোলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০-তম বার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন।
যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত মঙ্গোলিয়ার নাগরিকদের বিনামূল্যে ই-ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ভারত মঙ্গোলিয়ার তরুণ সাংস্কৃতিক রাষ্ট্রদূতদের ভারতে বার্ষিক সফরকেও পৃষ্ঠপোষকতা করবে। মোদী বলেন, ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্ক কেবল কূটনৈতিক নয় বরং উভয় দেশের মধ্যে একটি আত্মিক ও আধ্যাত্মিক বন্ধন।
তিনি বলেন, মঙ্গোলিয়ার বৌদ্ধধর্মের বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোদী বলেন, ভারত ও মঙ্গোলিয়া নালন্দা এবং গন্ডন মঠকে সংযুক্ত করে এই ঐতিহাসিক সম্পর্কে নতুন শক্তি আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, মঙ্গোলিয়ার উন্নয়নে ভারত এক অবিচল এবং নির্ভরযোগ্য অংশীদার। তিনি বলেন, ভারতের ১.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের মাধ্যমে নির্মিত তেল শোধনাগার প্রকল্পটি মঙ্গোলিয়ার জ্বালানি নিরাপত্তায় নতুন মাত্রা যোগাবে। এই উপলক্ষে, মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলুখ উখনা তেল শোধনাগার প্রকল্পে সর্বাত্মক সহায়তার জন্য ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডিজিটাল সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে একটি যুগান্তকারী চুক্তি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা