নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখানা। এদিন হায়দরাবাদ হাউসে পৌঁছলে উখানাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও হয়। দুই নেতা হায়দরাবাদ হাউসে বৃক্ষরোপণও করেন।
এর আগে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন মঙ্গলিয়ার রাষ্ট্রপতি। ভিজিটরস বুকে স্বাক্ষরও করেন তিনি। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভারতে এলেন খুরেলসুখ উখানা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা