জব্বলপুরে আরএসএসের অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠক ৩০ অক্টোবর থেকে
নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে এ বছর মধ্যপ্রদেশের জব্বলপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বার্ষিক অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠক অনুষ্ঠিত হবে। দীপাবলির পরে, ৩০-৩১ অক্টোবর এবং ১ ন
৩০ অক্টোবর থেকে জব্বলপুরে আরএসএসের   সর্বভারতীয় কার্যনির্বাহী বোর্ডের বৈঠক


নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.):

আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে এ বছর মধ্যপ্রদেশের জব্বলপুরে রাষ্ট্রীয়

স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বার্ষিক অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠক

অনুষ্ঠিত হবে। দীপাবলির পরে, ৩০-৩১ অক্টোবর এবং ১ নভেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে। আরএসএসের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানিয়েছেন, বৈঠকে সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে,

সকল

সহ-সরকার্যবাহ, অখিল ভারতীয় কার্য

বিভাগের প্রধান এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত থাকবেন। আরএসএসের ৪৬টি প্রান্তের প্রান্ত

সংঘচালক, কার্যবাহ এবং প্রচারকরাও উপস্থিত

থাকবেন। সম্প্রতি, বিজয়াদশমীতে, নাগপুর সহ সারা

দেশে আরএসএসের শতবর্ষ উদযাপন সূচনা হয়েছে। বৈঠকে নাগপুরে সরসঙ্ঘচালকের ভাষণে

উত্থাপিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে শতবর্ষ অনুষ্ঠানের প্রস্তুতি

পর্যালোচনা করা হবে। প্রতিটি প্রান্ত তাদের পরিকল্পনা এবং কাজ সম্পর্কে তথ্য

উপস্থাপন করবে। বর্তমান সামাজিক ও জাতীয় বিষয়গুলি নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।

সংঘ ২০২৫-২৬ সালের বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা করবে এবং সংগঠনের

সম্প্রসারণের দিকনির্দেশনা নির্ধারণ করবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande