বীরভূম, ১৬ অক্টোবর, (হি.স.): জল, রাস্তা, আলোর অপ্রতুলতায় বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির কার্যালয়ের অভ্যন্তরেই ক্ষুব্ধ জনতার হাতে মার খেলেন সমিতির সভাপতি সহ অন্যান্যরা।
সিউড়ি ১ নং পঞ্চায়েত সমিতির অফিসে বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা নিয়ে ধুন্ধমার বাঁধে। সভাপতি টেবিল ভাঙচুড়, তাকে টানাহ্যাঁচড়া করার পাশাপাশি সভাপতির সাথে থাকা অন্যান্য তৃণমূল নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন মানুষ। ক্ষোভের বহিঃপ্রকাশে হেনস্থাও হতে হয় তাদের।
সিউড়ি ১নং পঞ্চায়েত সমিতির কার্যালয় লাগোয়া কালিপুর এলাকার একটি মহল্লার বাসিন্দারা এদিন জড়ো হন সমিতির অফিসে। তাদের অভিযোগ, জল, রাস্তা, আলো নিয়েই। এক বাসিন্দা জানান, ‘‘আমরা জল পাচ্ছি না। রাত বিরেতে অন্ধকারে বেরোতে হচ্ছে রাস্তাঘাটে।’’
অপর এক বাসিন্দা বলেন, ‘‘এই নিয়ে ছ-ছবার জানানো হয়েছে। তবুও কাজ হয় নি কোনও। আমাদের এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে জিতে তৃণমূলে চলে গিয়েছে। ব্লকে আসলে বলছে পঞ্চায়েতে যাও। পঞ্চায়েতে গেলে বলছে মেম্বরকে বলো। এ নিয়ে মানুষ চরম ক্ষুব্ধ।’’
সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এদিন বিকেলে। জড়ো হওয়া মানুষ তাদের সমস্যার বিহিতের পথ জানতে গেলে পঞ্চায়েত সমিতির হর্তাকর্তারা মেজাজ দেখান বলে অভিযোগ। পাল্টা দেন ক্ষুব্ধ মানুষজন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত