কলকাতা, 16 অক্টোবর (হি.খ.)
সিএমও’র কর্তা পরিচয় দিয়ে প্রায় পাঁচ কোটি টাকা তোলাবাজির চেষ্টা, ধৃত ১
কলকাতা, ১৬ অক্টোবর, (হি.স.): সিএমও’র (মুখ্যমন্ত্রীর দফতর) কর্তা পরিচয় দিয়ে তোলাবাজির চেষ্টা! প্রায় পাঁচ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার।
ধৃত ব্যক্তির নাম সৌরভ চট্টোপাধ্যায়। জানা যায়, নিউটাউনের অভিজাত একটি বহুতলের বাসিন্দা তিনি। তাঁর সেই বাড়িতেই এদিন তল্লাশি চালিয়ে সাত লাখ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে প্রচুর সোনা এবং রুপোর কয়েন। সৌরভের বাড়িতে কীভাবে এত নগদ টাকা এল সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। তোলাবাজি করেই এই টাকা জড়ো করা হয়েছিল? তদন্তে পুলিশ।
লালবাজারের সাইবার থানায় দায়ের করা এক অভিযোগে গোয়েন্দারা জানতে পারেন, ওই অভিযোগকারী ছাড়াও বিভিন্ন মহলের লোকেদের সঙ্গে সে যোগাযোগ করত। এমনকী, অনেক পুলিশ আধিকারিককেও ভাল পোস্টিং দেওয়ার টোপ সে দিয়েছিল বলেও জানতে পারেন আধিকারিকরা।
এর পর তাঁরা অভিযুক্তের মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যান। বৃহস্পতিবার গোয়েন্দারা সরাসরি ধৃত সৌরভের বাড়িতে পৌঁছে যান। সেখানে হাতেনাতে তাঁকে গ্রেফতার করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত