নওশেরায় ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত বাইক আরোহী
রাজৌরি, ১৬ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে, নওশেরার দান্দেসারের কাছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আংরেজ সিং । যিনি দন্ডানি নওশেরা এলাকার বাসিন্দা । একটি ট্রাক ও বাইকের মু
গৌতম বুদ্ধ নগরে ট্র্যাক্টর ও বাইকের সংঘর্ষে মৃত এক


রাজৌরি, ১৬ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে, নওশেরার দান্দেসারের কাছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আংরেজ সিং । যিনি দন্ডানি নওশেরা এলাকার বাসিন্দা । একটি ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande