সিইএম দেবোলালের হাতে উদ্বোধিত ‘ডিমাসা দারা-দিসা নি হামদাওনে রিফাইন’ এবং ‘ইয়াওওয়াইসাইনথি বেলেপ লেরিমিন-১’ শীর্ষক ডিমাসা পাঠ্যপুস্তক
হাফলং (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : মাইবাং ডিমাসা হেরিটেজ মিউজিয়ামে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা আজ বৃহষ্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন হেরিটেজ ‘ডিমাসা দারা-দিসা নি হামদাওনে রিফাইন’। পাশাপাশি
সিইএম দেবোলালের হাতে উন্মোচিত ‘ইয়াওওয়াইসাইনথি বেলেপ লেরিমিন-১’ শীর্ষক ডিমাসা পাঠ্যপুস্তক


হাফলং (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : মাইবাং ডিমাসা হেরিটেজ মিউজিয়ামে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা আজ বৃহষ্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন হেরিটেজ ‘ডিমাসা দারা-দিসা নি হামদাওনে রিফাইন’। পাশাপাশি ‘ইয়াওওয়াইসাইনথি বেলেপ লেরিমিন-১’ ( এইএস, ১০১ ডিমাসা এমআইএল কমিউনিকেশন) শিরোনামের একটি ডিমাসা পাঠ্যপুস্তকও আজ উন্মোচন করেছেন দেবোলাল।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা বলেন, ‘ইয়াওওয়াইসাইনথি বেলেপ লেরিমিন-১’ শীর্ষক পাঠ্যপুস্তক এখন থেকে স্নাতক স্তরে উপলব্ধ হবে। এই পাঠ্যপুস্তক ডিমাসা ভাষা, সাহিত্য এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রচার ও সংরক্ষণের জন্য চলমান প্রচেষ্টার একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

পাঠ্যপুস্তক উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, ডিমাসা সাহিত্য সভার সভাপতি রমেশ থাওসেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন, মনজিৎ লাংথাসা প্রবীতা জহরি, পারিষদ ধৃতি থাওসেন, মনজয় লাংথাসা, প্রোজিত হোজাই, হেরোজিৎ জিডুং, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সংস্কৃতি ও পরিচালন বিভাগের অধিকর্তা সঞ্জয় জিডুং, হাফলং সরকারি কলেজের অধ্যক্ষ সর্বজিৎ থাওসেন, মাইবাং ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দিবালং মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, ডিমাসা পাঠ্যপুস্তক প্রকাশন কমিটির সদস্য, গ্রামপ্রধান, মৌজাদার প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande