ঘুরে দাঁড়াচ্ছে মাটির প্রদীপ, দীপাবলির আগে ব্যস্ত কুমোরপাড়া
বাঁকুড়া, ১৬ অক্টোবর (হি.স.) : দীপাবলির আলোয় ফের উজ্জ্বল হচ্ছে মাটির প্রদীপের বাজার। বাঁকুড়া জেলার বিভিন্ন কুমোরপাড়ায় তাই এখন জোর প্রস্তুতি। বাঁকুড়ার চকবাজারে মাটির প্রদীপ বিক্রি করতে আসা আঁচুড়ি গ্রামের প্রণব কুম্ভকার ও হরিমাধব কুম্ভকার জানান, কয়েক
ঘুরে দাঁড়াচ্ছে মাটির প্রদীপ, দীপাবলির আগে ব্যস্ত কুমোরপাড়া


বাঁকুড়া, ১৬ অক্টোবর (হি.স.) : দীপাবলির আলোয় ফের উজ্জ্বল হচ্ছে মাটির প্রদীপের বাজার। বাঁকুড়া জেলার বিভিন্ন কুমোরপাড়ায় তাই এখন জোর প্রস্তুতি। বাঁকুড়ার চকবাজারে মাটির প্রদীপ বিক্রি করতে আসা আঁচুড়ি গ্রামের প্রণব কুম্ভকার ও হরিমাধব কুম্ভকার জানান, কয়েক বছর চায়না লাইট ও বৈদ্যুতিক মালার দাপটে বিক্রি কমে গিয়েছিল। তবে গত দু-তিন বছরে মাটির প্রদীপের চাহিদা দ্রুত বাড়ছে। তাঁদের কথায়, “আগে যেখানে বছরে ২০ হাজার প্রদীপ বিক্রি হতো, গত বছর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ থেকে ২৭ হাজারে। এবার আমরা ৩০ হাজারের বেশি প্রদীপ তৈরি করেছি।” বাঁকুড়ার চকবাজার, ইন্দারাগোড়া, লালবাজার, মাচানতলা সহ বিভিন্ন বাজারেও মাটির প্রদীপের চাহিদা বেড়েছে বলে জানান দোকান মালিকেরা।

বণিকদের মতে, বৈদ্যুতিক লাইট মালা দামি, টেকে না এবং পরিবেশবান্ধবও নয়। তাই অনেকে এখনও ফের মাটির প্রদীপেই ভরসা রাখছেন। অনেকেই তেল বা মোম দিয়ে প্রদীপ জ্বালাচ্ছেন, যা সস্তা ও দীর্ঘস্থায়ী।

প্রবীণদের মতে, “মাটির প্রদীপ শুধু আলোর উৎস নয়, আমাদের সংস্কৃতিরও প্রতীক।” লোকাচার থেকে শুভ অনুষ্ঠানে সব জায়গায় এই প্রদীপের উপস্থিতি অনস্বীকার্য। তাই ফের ঘুরে দাঁড়াচ্ছে বাংলার ঐতিহ্য মাটির প্রদীপে আলোকিত হচ্ছে উৎসবের আলো।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande