গবাদি প্রাণীর আক্রমণে মর্মান্তিক মৃত্যু গৃহকর্তার
জলঙ্গি, ১৬ অক্টোবর (হি. স) : গবাদি প্রাণীর আক্রমণে মর্মান্তিক মৃত্যু হল গৃহকর্তার। বৃহস্পতিবার মুর্শিদাবাদের জলঙ্গি লাগোয়া নতুনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম বাবলু শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গবাদি প্রাণীর দুধ বিক্রি করে সংসার চলে বাবল
গবাদি প্রাণীর আক্রমণে মর্মান্তিক মৃত্যু গৃহকর্তার


জলঙ্গি, ১৬ অক্টোবর (হি. স) : গবাদি প্রাণীর আক্রমণে মর্মান্তিক মৃত্যু হল গৃহকর্তার। বৃহস্পতিবার মুর্শিদাবাদের জলঙ্গি লাগোয়া নতুনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম বাবলু শেখ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গবাদি প্রাণীর দুধ বিক্রি করে সংসার চলে বাবলু শেখের। প্রতিদিনের মতো এদিনও তিনি গোয়াল ঘরে গেলে ওই গবাদি প্রাণী বাবলুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। গবাদি প্রাণীর আঘাতে তাঁর স্পাইনাল কর্ডের নার্ভে আঘাত লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির। গবাদি প্রাণীর আক্রমণে বাবলু শেখের এমন পরিণতি হবে, তা মেনে নিতে পারছেন না বলে জানান তাঁর আত্মীয় শরিফুল শেখ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande