অবৈধ আতশবাজির বিরুদ্ধে পুলিশি অভিযান, গ্রেফতার ৪
উত্তর ২৪ পরগনা, ১৬ অক্টোবর (হি.স.) : ঘোলা, মোহনপুর এবং টিটাগড়ে অভিযান চালিয়ে ৮২ কেজিরও বেশি আতশবাজি বাজেয়াপ্ত করেছে উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ । বুধবার রাতে ঘোলা থানার পুলিশ ২২.৫ কেজি চকলেট বোমা বাজেয়াপ্ত করে
অবৈধ আতশবাজির বিরুদ্ধে পুলিশি অভিযান, গ্রেফতার ৪


উত্তর ২৪ পরগনা, ১৬

অক্টোবর (হি.স.) : ঘোলা,

মোহনপুর

এবং টিটাগড়ে অভিযান চালিয়ে ৮২ কেজিরও বেশি আতশবাজি বাজেয়াপ্ত করেছে উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ ।

বুধবার রাতে ঘোলা থানার পুলিশ ২২.৫ কেজি চকলেট

বোমা বাজেয়াপ্ত করেছে এবং নারায়ণ চন্দ্র মণ্ডল (৪৪)–কে গ্রেফতার করেছে।

এদিকে, মোহনপুর থানার পুলিশ ১৬ কেজি আতশবাজি সহ রাজা চৌহান (৩৩)–কে গ্রেফতার

করেছে।

এছাড়াও দুটি পৃথক অভিযানে, টিটাগড় পুলিশ

২৮.৬৪ কেজি এবং ১৫.১০ কেজি আতশবাজি বাজেয়াপ্ত করেছে এবং কানাই সাও (৪৫) এবং নন্দু

চৌধুরী (৪৩)-কে গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে, উৎসবের আগে জেলায়

অবৈধ বাজি বিক্রির উপর তারা কঠোর নজর রাখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande