(আপডেট) অযোধ্যায় দীপোৎসবের প্রস্তুতি তুঙ্গে
অযোধ্যা, ১৬ অক্টোবর (হি.স.) : জোর তোড়জোড় শুরু হয়েছে অযোধ্যায় দীপোৎসবের। দীপবলী উপলক্ষে আয়োজিত ওই উৎসবে চলতি বছর দু’হাজারের বেশি শিল্পী হাজির থাকবেন। যার মধ্যে ৫০০ অন্য রাজ্যের শিল্পী। অনুষ্ঠানের জন্য একটি বিশালাকার মূল মঞ্চ করা হচ্ছে। থাকছে আরও ত
(আপডেট) অযোধ্যায় দীপোৎসবের প্রস্তুতি তুঙ্গে


অযোধ্যা, ১৬ অক্টোবর (হি.স.) : জোর তোড়জোড় শুরু হয়েছে অযোধ্যায় দীপোৎসবের। দীপবলী উপলক্ষে আয়োজিত ওই উৎসবে চলতি বছর দু’হাজারের বেশি শিল্পী হাজির থাকবেন। যার মধ্যে ৫০০ অন্য রাজ্যের শিল্পী। অনুষ্ঠানের জন্য একটি বিশালাকার মূল মঞ্চ করা হচ্ছে। থাকছে আরও তিনটি মাঝারি মাপের এবং সাতটি ছোট মঞ্চ।

দীপোৎসব ২০২৫-এর প্রাক্কালে উত্তর প্রদেশের অযোধ্যায় কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার অযোধ্যার বিভিন্ন জায়গায় টহল দেয় পুলিশ। আইজি প্রবীণ কুমার বলেন, আমরা টহল দিচ্ছি। নিয়মিত টহলের পাশাপাশি অন্যান্য পদক্ষেপও নেওয়া হচ্ছে। আসন্ন উৎসবকে সামনে রেখে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করছি। আসন্ন দীপোৎসবের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ট্র্যাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা, আমরা সবকিছুই খতিয়ে দেখছি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande