কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): এনএসজি-র প্রতিষ্ঠা দিবসে বার্তা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার চারটি ছবি যুক্ত করে তিনি লিখেছেন, “এনএসজি কর্মীদের তাদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা। অটল বীরত্ব ও আত্মত্যাগের মাধ্যমে আমাদের জাতিকে সুরক্ষিত করে তারা যুদ্ধের উৎকর্ষতায় স্বর্ণমান স্থাপন করেছেন। জাতির প্রতি তাদের অঙ্গীকার পূরণের সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই।
প্রসঙ্গত, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) হল ভারতের একটি অভিজাত সন্ত্রাসবিরোধী বাহিনী। এটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই বাহিনী সন্ত্রাসবাদ মোকাবিলা, অভ্যন্তরীণ ঝামেলা মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিরাপত্তা দেওয়ার জন্য দায়বদ্ধ। ব্ল্যাক ক্যাটস নামেও পরিচিত, এটি একটি বিশেষ-উদ্দেশ্য বাহিনী যা দেশের নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত