বাগডোগরা, ১৬ অক্টোবর, (হি.স.): “পাহাড়ে বিপর্যস্তদের পুনর্বাসন রাজ্য সরকার করতে পারেনি, আর করবেও না। সেজন্য বিজেপিকে ক্ষমতায় আনুন। আমরা পাহাড়ের এই সমস্যাকে স্থায়ী সমাধান করব। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী এ কথা জানান।
তিনি বলেন, আমি পাহাড়ে গিয়েছিলাম। নিজের চোখে দেখেছি পাহাড়ের মানুষ কত কষ্টে রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে তাঁদের বাড়ি চলে গিয়েছে। সেখানে তাদের আর পুনর্বাসন দেওয়া সম্ভব নয়। দল দিক, জিটিএ দিক, সাংসদ বা বিধায়ক দিক বা যেই দিক। সেখানে আর পুনর্বাসন দেওয়া সম্ভব নয়।
ক্ষতিগ্রস্তদের অন্তত অন্য জায়গায় দু'কাঠা বা ৫ ডেসিবেল করে জায়গা দেওয়া উচিত। পাহাড়ে সমতলের মতো বাড়ি হয় না। ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে বাড়ি হবে না। ন্যূনতম কাঠ এবং দিয়ে বাড়ি করতে গেলেও অন্তত পাঁচ লক্ষ টাকা প্রয়োজন।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত