বাগডোগরা, ১৬ অক্টোবর, (হি.স.): প্রাকৃতিক বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রীর সফরকে পুজোর ছুটি কাটানো এবং সম্পূর্ণটাই রাজনৈতিক স্বার্থচরিতার্থ করার পরিকল্পনা বলে তোপ দাগেন বিরোধী দলনেতা৷
বৃহস্পতিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে যান শুভেন্দু। সেখান থেকে সড়কপথে যান নাগরাকাটায়। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর ত্রাণ বিলির সময় আক্রমণের ঘটনায় প্রতিবাদ মিছিলে যোগ দেন তিনি।
মুখ্যমন্ত্রীর পাহাড় সম্পর্কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, এখন পুজোর ছুটি চলছে। তাই মুখ্যমন্ত্রী ঘুরতে এসেছেন। কেন্দ্র ও রাজ্য মিলে এই বিষয়টি দেখা উচিত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী কাজ করেছেন বলে আমি জানি না। তিনি মিরিকে ত্রাণ শিবিরে আচমকা গিয়েছেন। আগের থেকে সেখানে সব সাজানো-গোছানো ছিল। আর যে প্রশাসনিক বৈঠক তিনি করেছেন সেখানে পাহাড়ে ভূমিধস, পানীয় জল ব্যবস্থা, ট্রাফিক সেফটি এসব নিয়ে কোন আলোচনা করেননি। তাই মুখ্যমন্ত্রী এখানে বেড়াতে এসেছেন।
দ্বিতীয়ত, নির্বাচনের আগে খুব তৎপরতা দেখাতে এসেছেন। তাঁর যে সংবিধান প্রদত্ত রাজধর্মের পালন সেটা তিনি করতে আসেননি। তবে এখানে তিনি কোন ভোট পাবেন না। তাঁর ভোট ব্যাঙ্ক খালি মুসলমান। বাকি কেউ তাকে ভোট দেবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত