ডিভিসি-র জল ছাড়ার অভিযোগ নিয়ে মমতাকে তথাগতর কটাক্ষ
কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): ডিভিসি-র জল ছাড়া নিয়ে মাননীয়ার অভিযোগকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু বৃহস্পতিবার এক্সবার্তায় লিখেছেন, “ডিভিসি আমাদের না জানিয়ে জল ছাড়ে”! মুখ্যমন্ত্রীর উক্তি। সর্বৈব মিথ্যা। সত্যটা শুনে নিন।” সঙ
ডিভিসি-র জল ছাড়ার অভিযোগ নিয়ে মমতাকে তথাগতর কটাক্ষ


কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): ডিভিসি-র জল ছাড়া নিয়ে মাননীয়ার অভিযোগকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু বৃহস্পতিবার এক্সবার্তায় লিখেছেন, “ডিভিসি আমাদের না জানিয়ে জল ছাড়ে”! মুখ্যমন্ত্রীর উক্তি। সর্বৈব মিথ্যা। সত্যটা শুনে নিন।” সঙ্গে যুক্ত করে দিয়েছেন একটি সুপরিচিত বাংলা চ্যানেলের সাক্ষাৎকারের ক্লিপিং।

তাতে ডিভিসি-র প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার বিশদে জানিয়েছেন, জল ছাড়ার অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয় পশ্চিমবঙ্গ-সহ সংলগ্ন রাজ্যসমূহের প্রতিনিধিদের নিয়ে তৈরি কমিটিতে। প্রথা অনুযায়ী সব আগাম বিশদে ঘোষণা করা হয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলছেন, তা ভিত্তিহীন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande