দার্জিলিং, ১৬ অক্টোবর, (হি.স.): শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি হবে। উত্তরবঙ্গ সফর চলাকালীন বৃহস্পতিবার দার্জিলিঙে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শিলিগুড়িতে কনভেনশন সেন্টার তৈরি করা হবে জানিয়েছেন তিনি।
পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে জানান শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। মমতা বলেন, “শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে।”
এরপর তিনি বলেন, “করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।” অতএব নতুন মন্দির পেতে চলছে শিলিগুড়ি। এর আগে তিনি দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল, দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্থানীয়দের সঙ্গে জনসংযোগও সারেন তিনি। কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত