গুরগাঁও, ১৬ অক্টোবর (হি.স.) : গুরগাঁওয়ে যাত্রী বোঝাই গাড়ির ওপর উল্টে পড়ল ট্রাক। বৃহস্পতিবার হরিয়ানার গুরগাঁওয়ের সেক্টর ট্রাফিক সিগন্যালের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি গাড়ির ওপর উল্টে পড়ে। তিন যাত্রী গুরুতরভাবে আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে , এদিন ট্রাফিক সিগন্যালের কাছে যাত্রী বোঝাই একটি গাড়ি যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ওপর উল্টে পড়ে। মুহূর্তের মধ্যে গাড়িটি ট্রাকের নিচে চাপা পড়ে যায়। স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়লেও ভারী পাথর বোঝাই থাকায় যাত্রীদের সহজে বের করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গাড়ির চালক ও সামনের আসনে বসা এক যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এক পুলিশ আধিকারিক জানান , ট্রাকচালক পলাতক। চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য