অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত দুই অভিযুক্ত গ্রেফতার
সোনামুড়া (ত্রিপুরা), ১৬ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ এনসি নগরের মহম্মদ সুলেমান হোসেন লস্কর অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে এ অঞ্চলে অবৈধ সোনার বিস্কুট ব্যবসার সাথে জড়িত থাকার অভ
ত্রিপুরা পুলিশ


সোনামুড়া (ত্রিপুরা), ১৬ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ এনসি নগরের মহম্মদ সুলেমান হোসেন লস্কর অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে এ অঞ্চলে অবৈধ সোনার বিস্কুট ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এনসি নগরের ফকিরদোলা এলাকার একটি গোপন আস্তানা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিরা হলেন—সোনামুড়ার আড়ালিয়া উত্তরপাড়ার মহম্মদ সোহাগ খন্দকার ওরফে সাগর মিয়া (২১) এবং এনসি নগরের ফকিরদোলার নবী হোসেন (৩১)।

অভিযুক্তদের কাছ থেকে পুলিশ একটি সাদা প্রাইভেট কার (নম্বর টিআর-০১সিএফ-০৬২৬) এবং দুটি স্মার্টফোন জব্দ করেছে। জব্দকৃত সামগ্রী ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা অবৈধ ব্যবসার সাথে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেছে।

সোনামুড়া থানার ওসি জানান, ধৃত দু'জনের বিরুদ্ধেই পূর্বে এনডিপিএস আইনে মামলা রয়েছে। তিনি আরও বলেন, “আমরা বিএসএফ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছি। খুব শিগগিরই আরও কয়েকজনকে গ্রেফতার করা হবে।” বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে তোলা হয় এবং পুলিশ তাদের রিমান্ডের আবেদন জানায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande