মহিলা বিশ্বকাপ ক্রিকেট: বৃষ্টির কারণে পরিত্যক্ত ইংল্যান্ড পাকিস্তান ম্যাচ
নয়াদিল্লি , ১৬ অক্টোবর (হি.স.): বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। যাদের বিপক্ষে কখনও ওয়ানডে ম্যাচ জিততে পারেনি তারা। তবে বুধবার ইংল্যান্ডকে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল পাকিস্তান। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। বৃষ্টির কারণে ৫
মহিলা বিশ্বকাপ ক্রিকেট: বৃষ্টির কারণে পরিত্যক্ত ইংল্যান্ড পাকিস্তান ম্যাচ


নয়াদিল্লি , ১৬ অক্টোবর (হি.স.): বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। যাদের বিপক্ষে কখনও ওয়ানডে ম্যাচ জিততে পারেনি তারা। তবে বুধবার ইংল্যান্ডকে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল পাকিস্তান। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচটি হয় ৩১ ওভারে। টস জিতে আগে বোলিং করে পাকিস্তান। ফাতিমা সানার দুর্দান্ত বোলিংয়ে ৩১ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন চার্লি ডিন(৩৩)। পাকিস্তানের ফাতিমা সানা ৬ ওভারে ২৭ রানে ৪ উইকেট নেন।

জবাবে ৬.৪ ওভারে কোনও উইকেট না হারিয়েই ৩৪ রান করে ফেলেছিল পাকিস্তান। কিন্তু এরপর আবার বৃষ্টি শুরু হয় । যার কারণে খেলা আর শুরু করা যায়নি। ফলে ম্যাচ পরিত্যক্ত হয় এবং পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছে গেল ইংল্যান্ড। অপরদিকে, ৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande