দীপাবলি ও কালীপূজা উপলক্ষে ত্রিপুরেশ্বরী মন্দিরে জোর প্রস্তুতি
উদয়পুর, ১৬ অক্টোবর (হি.স.) : হাতে গোনা মাত্র কয়েক দিন বাকি কালীপূজা ও দীপাবলি উৎসবের। ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ইতিমধ্যে উৎসবের আবহে সাজিয়ে তোলা হয়েছে। মেলাকে ঘিরে গোমতী জেলা প্রশাসন, আরক্ষা দফতর এবং মেলা কমিটি সার্বিকভা
গোমতী জেলার পুলিশ সুপার


উদয়পুর, ১৬ অক্টোবর (হি.স.) : হাতে গোনা মাত্র কয়েক দিন বাকি কালীপূজা ও দীপাবলি উৎসবের। ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ইতিমধ্যে উৎসবের আবহে সাজিয়ে তোলা হয়েছে। মেলাকে ঘিরে গোমতী জেলা প্রশাসন, আরক্ষা দফতর এবং মেলা কমিটি সার্বিকভাবে প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে গোমতী জেলার পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মাতাবাড়ি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, “অন্যান্য বছরের মত এ বছরও দীপাবলি মেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে পুলিশ প্রশাসন সর্বক্ষণ নজর রাখবে।”

তিনি আরও জানান, মেলা চলাকালীন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি থাকবে ড্রপ গেট, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং পর্যাপ্ত আলোকসজ্জা। নিরাপত্তার স্বার্থে টিএসআর, ত্রিপুরা পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, প্রতিবছর দীপাবলি ও কালীপূজার সময় ত্রিপুরেশ্বরী মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। তাই এবারও প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande