বৃহস্পতিবার লাফিয়ে বাড়ল শেয়ার সূচক
মুম্বই, ১৬ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার লাফিয়ে বাড়ল শেয়ার সূচক। এই নিয়ে টানা দু’দিন চাঙ্গা রইল সূচক। বৃহস্পতিবার বিএসই-র সেনসেক্স একলপ্তে মাথা তুলল ৮৬২ পয়েন্ট। দিনের মধ্যে এক সময় তা ১০০০ পয়েন্ট পেরিয়ে গিয়েছিল। শেষে দৌড় থামে ৮৩,৪৬৭.৬৬ অঙ্কে। অন্যদ
বৃহস্পতিবার লাফিয়ে বাড়ল শেয়ার সূচক


মুম্বই, ১৬ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার লাফিয়ে বাড়ল শেয়ার সূচক। এই নিয়ে টানা দু’দিন চাঙ্গা রইল সূচক। বৃহস্পতিবার বিএসই-র সেনসেক্স একলপ্তে মাথা তুলল ৮৬২ পয়েন্ট। দিনের মধ্যে এক সময় তা ১০০০ পয়েন্ট পেরিয়ে গিয়েছিল। শেষে দৌড় থামে ৮৩,৪৬৭.৬৬ অঙ্কে। অন্যদিকে এনএসই-র নিফটি ২৬১.৭৫ পয়েন্ট উঠে থিতু হয়েছে ২৫,৫৮৫.৩০-এ।

বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, দেশি-বিদেশি লগ্নিকারীরা নতুন উদ্যমে শেয়ার কিনেছেন এদিন। আন্তর্জাতিক অর্থভান্ডারের (আইএমএফ) চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৬.৬% করা যার অন্যতম কারণ। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের শেয়ার সূচকের উত্থানও ভারতের বাজারে বিনিয়োগে উৎসাহ জুগিয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande