কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : বাংলার জয়। ঘরের মাঠে ছয় পয়েন্ট ঝুলিতে। রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম খেলায় উত্তরাখন্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল বাংলা দল। চতুর্থ ও শেষ দিনের খেলায় জয় ঘরে তুলল। ইডেন গার্ডেন্সে এদিন ২ উইকেটে ১৬৫ রান হাতে নিয়ে খেলতে নামে উত্তরাখন্ড। শনিবার মাত্র ১০০ রান যোগ করেছে। এর মধ্যেই ৮টি উইকেট চলে যায় তাদের। চতুর্থ ও শেষ দিনে উত্তরাখন্ডের দলগত স্কোর এর ২৬৫ রান। সুতরাং জিততে হলে বাংলার সামনে ১৫৫ রানের লক্ষ্য মাত্রা রাখে উত্তরাখন্ড। বাংলার কাছে জয়ের পথ সহজ হয়ে যায়। ২ উইকেট হারিয়ে তা তুলে নিয়েছে ২৯.৩ ওভারেই। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের অপরাজিত ৭১ রানের উল্লেখযোগ্য। অন্যদিকে, এর ফলে ৮ উইকেটে জয় হল। এদিকে, বল হাতে মহম্মদ শামি এই খেলায় সফল। দুই ইনিংসে ৭ টি উইকেট তুলে নেয়। ফের খেলার সেরা সম্মান জিতল। উল্লেখ্য, শামি প্রথম ইনিংসে ৩৭ রানে ৩ টি ও দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ৪ টি উইকেট তুলতে পারে। প্রসঙ্গতঃ টসে জিতে বাংলা দল ফিল্ডিং বেছে নেয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত