বার্সেলোনা, ১৯ অক্টোবর(হি.স.): লা লিগায় জিরোনার বিপক্ষে পয়েন্ট প্রায় হারাতেই বসেছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হয়ে দলকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেন রোনাল্ড আরাহো। আর তারফলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লিগ টেবিলেরও শীর্ষে উঠে এল কাতালানরা।
ঘরের মাঠে শনিবার জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে গোল দুটি করেছেন পেদ্রি ও আরাহো। জিরোনার হয়ে একটি গোল শোধ করেন অ্যাক্সেল উইটসেল।
এদিন রাফিনিয়া, লেওয়ানডস্কি, গাবি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়ার মতো তারকারা না থাকা সত্ত্বেও আধিপত্য নিয়ে নিয়ে খেলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় তারা।
৯ ম্যাচে সপ্তম জয়ে ২২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা। তাদের তুলনায় এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি